ভাবছো জীবন সফল এমন
                    আশেপাশের সবাই আপন,
দেখলে অনল তোমার ধকল
                    ফেলবে অশ্রু কাঁদবে স্বজন?


মুক্তো মেখে নিজের মুখে
                    বউকে শুধাও নেবেই চুষে,
করবে যে পণ, আসুক মরন
                    দিবো জীবন ইঁদুর বিষে।


দেখলে গোশত ভাতের দলা
                    পাড়া-পরশীও হয় উতলা,
আর ভাই বোন তো আপন রক্ত
                    লাগলে ক্ষুধা চাইবে গোলা।


যদি শুনে কপাল গুনে
                    বাঁচবে তুমি মাসেক খানেক,
বলবে না কেউ বাঁচাও তারে
                    দেবো বেঁচে জায়গা শতেক।


বলবে তারা ঘাটের মরা,
                    কি লাভ বলো খরচা করে?
শুধু কেবল বাপ মা তোমার
                    বিলাবে ধন অকাতরে।


০৯/১২/২০২২
ভেলোর, ভারত।


((( সত্যি ঘটনাঃ অসুস্থ রোগীর স্বজনকে যখন ডাক্তার বললো, রোগীর অবস্থা খারাপ। বেশিদিন বাঁচবে না। আমাকে রোগীর স্বজনরা জানালো রোগী যদি নাই-বা বাঁচে, এতো খরচ করে লাভ কি!  সত্যি আমি জানি না, তাদের কিসে লাভ কিসে ক্ষতি। আমি কেবল তখন ভাবছিলাম, রোগীটা কি বাঁচতে চাইছে না!!! রোগী যদি জানতে পেতো, কষ্ট কি পেতো না নিজের জীবনের দামটা জেনে?)))