খেলার মাঠে খেলছে সবাই
বলে কয়ে আগ বাড়িয়ে দিচ্ছে সাফাই
দু'টাকার মাল দশ টাকাতে চাইছে দেদার
বললে কিছু ধরে পিছু
"বাল-ছাল" মাটিতে পড়েনা একটা গাল,
কর্তা মশাই অফিস পিয়ন
সব পেয়েছে সোনার কাঠি রুপোর জিয়ন।
রীতিমতো ভয়ভীতিতে তাপ ছড়িয়ে  
করছে ব্যবসা গরীব দুখী লোক সরকারি কার্ড ছাপিয়ে।
রাজনীতিবিদ শ্রমিক তাঁতি
কিংবা ধরো নাপিত হাতি সবার মুখে একই বুলি
নিজে খাও আর অন্যকে দাও
নয়তো পায়েল বলে কয়ে করবে ঘায়েল
বন্দুকে নয় ছুঁড়বে খালি কথায় গুলি,
ঘুষ খাওয়া আর উপরি চাওয়া
সুযোগ বুঝে জায়গা মতো মামা-চাচার ফায়দা নেয়া
অসৎ পথে এখন সবাই বিবেক হারা মাসতুতো ভাই
পড়লে ফাঁদে তাইতো কাঁদে
মিথ্যেতে তাই বদলে ফেলে সত্য বলার সত্যি সত্যি ঐ গল্পটাই।


১৯/০৪/২০২৩
ময়মনসিংহ।