তেল মর্দনের নব্য যুগে
হাত উঁচিয়ে রাজার কাছে,
                    মাগনা চাইছো হাতি?
বলি হরি সাহস বটে!
পড়লে ঘটে বুঝবে ধরে,
                    কেউ ধরে না ছাতি!


ছাদ নেই তবুও ছাদনাতলা
চাইছো দোলা গগন খোলা,
                    খগেন বুড়োর মাঠ!
রাজার ইচ্ছে অট্টালিকা
বসবে যেথা সান্ধ্য বেলা
                    বাংলা মদের হাট।


সুইমিংপুল আর মেট্রোরেলে
রঙিন আলোয় করবে যখন
                    নগর জীবন মাত!
দেখবে রাজা কেমনে প্রজা
গড়ছে জীবন সুখের ভূবণ;
                    ক্ষুধায় কাটায় রাত!


জিডিপি আর উন্নয়নে
দেশটা আছে নামের শীর্ষে
                    তবুও দিচ্ছো পাঠ?
তোদের কি তাই গাত্র দাহে!
পারবি সইতে পুড়ে মরতে?
                    চাইছিস খেলার মাঠ!


০৩/০১/২০২৩
ভেলোর, ভারত।