খোকন সোনা রাগ করেছে
দিচ্ছে মেঝে ফাল
বাপ কেনো তার দেয়নি চুমো
আজ ধরেনি গাল।


হাত দিয়ে তাই টানছে জামা
নিজের মাথার চুল,
বিড়াল ছানায় দিচ্ছে বকে
ছুঁড়ে কাগজ ফুল!


তার যে প্রিয়ো কাঠের পুতুল
খেতো হাওয়ায় দোল,
তাকেও সে আজ ফিতায় বেঁধে
খুব চড়ালো শূল।


চেঁচায় বললো "বাপ এনে দাও
নয় ফুটাবো হুল,"
বাপের কাঁধেই রাখবে মাথা
খাবে সাধের দোল।


১৭/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।