যৌবন গেছে মূর্খতায় মোর
চেয়ে মোহেরই ফুল।
সেই সে দিনের সুখটা চাওয়া
আমারই ছিলো ভুল!


একটু চাওয়া একটু দেখা
উলঙ্গ নাচ নৃত্য,
ভেবেছি সুখ সবটা বক্ষে
নারীই ভরায় চিত্ত।


তাইতো তেড়ে অন্যের কেঁড়ে
নিজের ভরি বিত্ত,
জানতো কি কেউ শয়তান ধোঁকায়
ভবেই রাখছে মত্ত!


অনর্থক ঐ কত্তো সময়
করেছি অপচয়,
অথচ সুখ তোমার মাঝেই
ছড়ানো বিশ্বময়।


০৬/০৩/২০২৩
ঢাকা।