তীব্র বজ্রপাত আর বৈশাখ ঝড়ে
থাকলে তুমি এই ঘরের বাহিরে
ওগো প্রিয়ো কেমন লাগে ক্যামনে বুঝাই
মনেহয় এই বুঝি টোকা;
দিলে তুমি মোর মনের দূয়ারে।


রোজ দিবালয় শেষে যখন অন্ধকার ঐ হাসে
আমি থাকি তোমার অপেক্ষাতে
অথচ কাজ শেষে যখন ফিরো মধ্যরাতে
কি করে বুঝাই ওগো; কতোটা লাগে
পাশাপাশি বসে তোমার সাথে ঐ ঠান্ডা আহারে।


কিছু কিছু ভালোবাসা হয় না লেখা
যায় না দেখা আয়নাতে,
বুঝে নিতে হয়
নয়তো হারায় জোছনার মতো রাতের আঁধারে।


১২/০২/২০২৩
ভেলোর, ভারত।