কবি হতে চাও, কবি!
দেখেছো কবিদের জীবন ছবি?
পেটে না জোটলে ভাত,
কবিতা মনে হবে পাগল প্রলাপ।
গাঁয়ে পান্জাবি কাঁধে ঝুলানো ব্যাগ,
দেখতে মন্দ লাগে না,
মাঝে মাঝে কোথাও ছাপা কবিতা
আর যদি হয় নতুন মোলাটে বই,
তাহলে তো কথাই থাকে না।
কিন্তু ভায়া পকেটে শূন্য টাকার থলে
শুদ্ধ মনের বিষন্ন কবি কোনো কালে
কেউ দেখে না।
বলি, পারবে!
পারবে নিতে ঝুঁকি?
বউয়ের ঝাড়ি ছেলেমেয়ের বাহারি বায়না,
আরো কতো কি!
হলে ব্যাবসায়ী তাহলেও থাকতো কথা,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি
সম্মানে সবাই দিতো বাহবা
প্রয়োজনে নোয়াতো মাথা।
আর হলে কবি দেখবে ধোঁয়া
সম্মান দূরে রাখো
পাবে না কোথায় সুখের ছোঁয়া।
এখন আর কেউ কবিতা পড়ে না
সবার বুকেই আছে পাথর বালু,
আর মনে ইউরোপ আমেরিকা
টাকা নারী আর পার্থিব সুখের ঠিকানা।
বলি পারবে! পারবে সইতে?
"ভরতে পেট, চাষ করবো ক্ষেত
মনের সুধা মেটাবো কবিতায় ক্ষুধা।"
২১/০১/২০২১
পুনে, ভারত।