কাগজ কলম নিয়ে এই যে বসি
কাটা ছিঁড়ায় কত্তো কি যে আঁকি
কবিতা! উহু, একটুও হয় না।


ঘাস ফুল লতা পাতা ব্যাঙের কাশি
কতো কি যে ভাবে মন স্বপ্ন বিলাসী
কবিতা! উহু, দেখা দেয় না।


মিষ্টি মেয়ের ফর্সা হাত লম্বা কাঁধ
এতো সাজাই মিলে তবু সাধে বাঁধ
কবিতা! উহু, ছুঁয়াও যায় না।


কল্পনায় স্বর্গে খুঁজি ইট পাথর বালি
সাজালেই বুঝি ছুঁড়েছি মুখে কালি
কবিতা! উহু, আর হবে না।


রাজা প্রজা প্রাসাদ কিচ্ছু রাখি না বাদ
হাসি কান্না জল স্থল শূন্য আকাশে চাঁদ
কবিতা! উহু, দেখা মিলে না।


কবিতা আমায় ভালোবাসে না, না বাসুক
আমার আছে একখানা চন্দ্রমুখী মুখ,
আড়ি, কবিতা আর চাই না।


১৮/০১/২০২১
পুনে, ভারত।