.         শুধু দেখে হাসি ভরেনি মন!
তাই চেয়েছো দেখতে কতো আমার চোখের জল
দেখবে বলে ব্যকুলতা কান্না ভেজা চোখের পলক
          তুমি কত্তো করেছ নালিশ!
          আমি কেবল বোকার মতো
তোমার কথায় মিষ্টি হেঁসে তোমায় বুঝিয়েছি ভুল
  বন্ধ ঘরে অনেক কেঁদে মনটাকে করেছি পরখ
      সাক্ষী ছিল আমার সাধের কোল বালিশ।


               ভেঙে হৃদয় খাঁচা পড়বে
লুকিয়ে রাখা অব্যক্ত ভালোবাসার বিরহ কাব্য কথা,
কতো চেষ্টায় ছিলে রত, বন্ধু বান্ধব আত্নীয় স্বজনে
          আমায় নিয়ে কত্তো করেছে সালিশ।
             আমি নাকি বোকা অস্বাভাবিক
   আমি নাকি নষ্ট প্রেমিক লুকিয়ে রাখি দুঃখ গাঁথা
   আমার নাকি ভালোবাসা নেই অসুখ আছে মনে,
      কেউ বুঝলোনা বুঝল শুধু কোল বালিশ।


০১/০৩/২০২১