কমল কান্তি কমই শোনেন, চাইলে কেহ ধার
চোখেও নাকি আবছা লাগে, দেখেন অন্ধকার।
ফাঁকা রেখে নিজের পকেট, যে কিনে না চাল
তার-ই কাছে চাইছো টাকা, কিনতে বর্ম ঢাল?


লাভ নেই ভাই লোভ দেখিয়ে, রঙিন টিনের চাল
কমল কান্তি ভালোই পারেন, দিতে মুখের গাল।
"ও শকুনের পুত, দূর হ তুই, চাইনা শুনতে বাত
আমার টাকায় ফুর্তি করবি, কাটায় মহল রাত!"


ভাবটা এমন সবাই দুশমন, কেউ চায় না ভালো
মরলে তিনি সবই নেবেন, কিনবেন দীপ আলো।


০১/০৮/২০২৩
ভেলোর, ভারত।