প্রতিদিন সন্ধায়, ধরে নাট্যশালার কাষ্ঠ দূয়ার
কান পেতে দাঁড়িয়ে থেকেছি সলাজ
যদি বেহালার ভাঙে সুর করুণ বেদনার
যদি ভাঙে ঘুম বেহিসেবি অন্ধ অধিপতির
বুঝলে মিনু! তবুও পরেনি ডাক
তবলায় উঠেনি আঙুল, ছোঁয়াইনি ললাট,
কোনদিন না!!


দিয়ে ডাক এসেছে ফিরে তীর্থের কাক
ভাগ্য দেবতা দিয়েছে দেখা
অন্ধকার পেরিয়ে ঘাটে ভীড়েছে তরি চুপচাপ
বন্ধু প্রতীম স্বরাজের খুলেছে কপাল
বুঝলে মিনু! তন্দ্রাতুর ললাটে ঘোর ঘন জঙ্গলে
আমার কেবল কেটেছে রাত, নির্ঘুম
দেখিনি আলো ভোরের সকাল,
কোনদিন না!!


গাছে ফুল কতো ফুটিয়েছে ফাল্গুন
রঙিন গোলাপ আগুন ঝরা কৃঞ্চচূড়া
শিমুলের ডালে কতো দেখেছি ময়ূর, পঙ্খীরাজ সঙ্গীন
বুঝলে মিনু!
হলুদ পাড়ের কোন ধূমকেতু পরেনি চোখে
খুঁজেনি কেউ কাশবনে কৈশরের দূরন্ত আশ্বিন,
কোনদিন না!!
২০/০৯/২০২২
চট্টগ্রাম।