সত্যি বলছি হে পাগল,
আল্লাহ দেয়া প্রতিটা নিশ্বাসের হিসেব হবে,
হিসেব হবে তোমার প্রতিটা মুহুর্ত প্রতিটা চাহনি প্রতিটা পদক্ষেপ
এমন কি মুখ নিঃসৃত প্রতিটা শব্দ প্রতিটা অক্ষরের,
কোথায় করেছিলে ব্যায়?
তাঁর সন্তুষ্টির না নিজের তুষ্টির?
ছিলো কি লক্ষ্য জান্নাতের না জাহান্নামের?
এমনি এমনি কি তোমাকে তিনি এতো দিয়েছেন!
এই সুবিশাল পৃথিবীর আলো রং রূপ গন্ধ
লক্ষ লক্ষ মাকলুকাত জীব জড়!
এমনি এমনি কোন স্রষ্টাই কি সৃষ্টি করেন?
পাগল, সময় এখনো বাকী;
সাক্ষী বানাও তোমার হাত-পা চোখ নাক মুখের
এমন কি তোমার দু হাত দু'পায়ের
তোমার প্রতিটা কথা আর সৎ কর্মের
আল্লাহ ও তাঁর রসূলের দেখানো পথের।
মনে রেখো, তিনি নিশ্চয়ই পাকড়াও করবেন
যখন উপযুক্ত সময় উপস্থিত হবে।


১৭/০১/২০২৩
ভেলোর, ভারত।