পাবি জেনেও ব্যথা,
দিতাম ছেড়ে মাঠ,
পেয়েই ব্যথা খোকা
হাঁটার শিখে পাঠ।


সেই সে ব্যথা থোরা
হেসেই দিতাম উড়ায়,
রইতাম ঘিরে তোরে
শিখছে হাঁটা খোকায়।


এখন যখন তুই বাপ
ব্যথায় শুয়ে কাতর,
উৎকন্ঠায় বাপ-মা তোর
দৌড়ায় ধরে ষ্ট্রেচার।


চোখের হাসি উধাও
অশ্রু সেথায় ভরে,
রাখছি খেয়াল তোর-ই
না যাস যেনো পরে।


১৩/০১/২০২৩
ভেলোর, ভারত।