তোমরা যখন মধ্য মাঠে খেলতে খেলা
চাইছো সঙ্গী ধরতে আঁখি,
আমি তখন দাঁড়ায় দূরে দেখছি গগন
কেমনে উড়ে সেথায় তখন
এক পায়ের এক শেকল বন্দি ছোট্ট পাখি।
বিষণ্ণ মন চায় না এখন
দৌড়ে খেলি গোল্লা ছুট আর কানামাছি
ধানের ক্ষেতে উড়ায় ঘুড়ি চাই না দেখতে
আবার কারো চোখ রাঙানি,
হেলান দিয়ে রাত জেগে আর চায় না গুনতে
জোছনা ধুয়া তাঁরার খনি।
ঝিঁঝি ডাকা জোনাক পোকার গাল ফোলানো
চায় না মনে আবার ছুটে
পকেট ভরে মান ভাঙানো।
আমি এখন নিরব দর্শক
সবার সাথে ফুল পাখিতে আর খেলি না রঙিন হোলি,
এখন আমি জানলা ধরে পিছন তারে আর ডাকি না
"ও ভাই গগনঢুলী....
একটু দাঁড়াও বাজাও তোমার মস্ত ঢুলী।"
আমি কেবল থমকে থাকি
অপেক্ষা টা শেষটা দেখার
আঁধার শেষে কখন শুনবো আযান ধ্বনি।


১৩/০২/২০২৩
ভেলোর, ভারত।