এক যুগ আগে আমি দেখেছিলাম
আমার দুঃখের সমুদ্রে একখানা ভাসমান নাও
তাতেই মেলেছিলো পাখা আমার স্বপ্নের চাওয়া
আমার চাওয়ার পথটা কাছেই;
ঐ যে সহস্র মাইল দূর...... দিগন্তেই ফুটে রেখা
শেষ সীমানায়ই মিলবে আলো, সূর্যের আলোকচ্ছটা,
জানতো কেবা; অন্ধকারে রাত গভীর-ই হয়
প্রতিটা মুহুর্তের প্রতিক্ষা তখন দিন মাস বছর!
আর সুখ সে কেবল
পায়ে ছুঁয়া সকালের কয়েক বিন্দু শিশির ফোঁটা।


আমি দেখেছিলাম, আমার সৃষ্টির কারিগর
আর তাঁর অফুরান রহমত, অতি সন্নিকটে দৃষ্টির গোচরে
যেনো আরেকটু পর হবে বর্ষন আমার মাথার উপরে,
তাই কু্ড়িয়ে সম্বল আমার লোটাকম্বল
পথটা চিনে যেই ধরেছি মেলে
চেয়ে দেখি রহমতের খোদা;
আমার একমাত্র আশা-ভরসার স্থল, তিনিও গেছেন সরে
তাঁর যে ইচ্ছে; আরেকটু হোক, বাড়ুক আরো প্রতিক্ষা!


২৫/০১/২০২৩
ভেলোর, ভারত।