কতো দুঃখ দাও হে কবি!
কতো দুঃখ দাও?
বুকের ভেতর ধুকছে নাড়ী
ব্যথায় কাঁপছে পাও!


মাথার ভেতর চিনচিনিয়ে
রগটা দিচ্ছে টান,
বুকটা ছিঁড়ে ফেলবে ছুঁড়ে
বদ্যি গাইছে গান।


পিত্ত নাকি আর শুনে না
চাইছে খেতে প্রাণ,
কমছে আলো চোখের জ্যোতি
বাক শুনে না কান।


মাঝি তুমি ভেরাও তোমার
রহমত এরই নাও,
কতো দুঃখ দাও হে কবি,
কতো দুঃখ দাও?


১০/১১/২০২২
ভেলোর, ভারত।