ঘরে যে তোর আছে পরে শূন্য হাঁড়ি,
দিনান্তে তাই অভুক্ত তোর পেটের নাড়ি,
ভিটে বেচে যাবি হজ্জে কাবার দর্শন?
পাগল বিনে দেখে নি কেউ এমন স্বপন!


তাকিয়ে দেখ বাড়ি তোর ঐ জীর্ণ জরা
রোগা গায়ে নেই-ও জামা সোনায় মোরা
উঠবে লাটে যখন তোর এই লাভের ব্যবসা
আহাম্মক তুই, উলু বনে করছি বচসা!


শুনে হাসি! তোর দুনিয়া, তোর কাছে ভাই
আমার যে চাই মরার পরে জান্নাতে ঠাঁই।


নবী কি মোর যাননি আগে খোদার ভয়ে
ফেরেন নি শূন্য হাতে সব বিলিয়ে?
আমি যদি ফেলে যাই আজ আমার সম্পদ
কেমন করে দেখাবো মুখ খোদার নিকট?


০৭/০৯/২০২২
চট্টগ্রাম।