আমি সুখ করেছি সন্ধান
হাকালুকির মস্ত হাওর বিলে,
গলা ছেড়ে গেয়েছি গান
পাইনি কিছুই দুজনে মিলে।


আমি চন্দ্রনাথে করেছি ধ্যান
সুধা আকন্ঠ মুগ্ধতায় গিলে,
তবুও পাইনি এসেছি ফিরে
এমনি এমনি দিন গেছে চলে।


আমি দেখেছি বৃক্ষলতা ধান
কতো মিষ্টি হাওয়ায় দোলে,
নয়ন জুড়িয়ে করেছি অবলোকন
জোছনার হয়নি স্থান দিলে।


অতৃপ্ত আমি পেয়েছি সন্ধান
সুখ দিয়েছে ধরা ছেঁড়া জালে,
অপার প্রশান্তি নিয়ে যখন থাকি
ঘুমিয়ে আমারই মায়ের কোলে।
-১৯/০৭/২০২১,
চট্টগ্রাম।