"গেলো গেলো! সব যে গেলো!"
দেয়াল ঘেঁষে করছো বিলাপ ভাসছো জলে;
সেই সে তুমি এখন না-কি! মন থেকে তার অ.....নেক দূরে
বেলা শেষে ভাবলে বসে
স্থান কেনো আজ তোমার হলো আস্তাকুঁড়ে!
লাভ কি বলো প্রলাপ বকে?


যে ছেলেকে, শিক্ষা দিলে করলে মানুষ
অল্প অল্প নিয়ম গড়ে,
যার সুখেতে ভাঙলে কলস আহার নিদ্রা সুখের হাঁড়ি
তার হাসিতেই হাসতে হাসতে ছাড়লে বাড়ি
ধরায় ধরা সুখের গাড়ি।


শেখায় গীতি বানায় হাতি
বললে যারে বদলে দিতে জগৎ টারে
সেই সে এখন করে আমোদ প্রমোদ গুনে দেখায় নৃত্য
ভাবেও যে ভাই, এই দুনিয়ার সেই যে মালিক
আর যা বাকি অনাথ এতিম গরীব দুখী!
পায়ের নীচের চাষা ভৃত্য।


অংকুরে তার হাতটি ধরে দিতে শিক্ষা মানুষ হওয়ার,
বলতে তারে তুমিই পিতা তুমিই মাতা
আর সে কেবল ধরার পুত্র,
বুঝায় দিতে কোনটা ভালো কোনটা মন্দ,
সৎ-অসৎ আর নৈতিকতা!
বলতে তারে, হৃদয় পচে বিষে-তে নয়, অহংকারে
দাম্ভিকতায় যাস না ভুলে আল্লাহ রাসূল
বাসিস ভালো তাদের পরে
পিতা মাতা আর নিজের গোত্র!


১০/০৩/২০২৩
চট্টগ্রাম।