মানব এখন বানর স্বরূপ
বাজার বিশেষ দ্রব্য,
চা পরোটায় যাচ্ছে পাওয়া
থালায় হচ্ছে নাব্য।


লেজ টা নাড়ে ভেংচি কাটে
নেয় সে কেঁড়ে খাদ্য,
ফাল দে উঠে মাথার উপর
জোরসে বাজায় বাদ্য।


আগ বাড়িয়ে সামনে হেঁটে
দেখায় নাচন শ্রাব্য,
মাথার উপর গায় সে স্তুতি
গলায় তুলে কাব্য।


আমরা ভাবি বানর হলো
বনের বোকা হদ্দ,
বানর ভাবে মানব জাতি
করে খাবার শ্রাদ্ধ।


২৫/১২/২০২৩
ময়মনসিংহ।