মন কে কতো করেছি জিজ্ঞেস,
জানতে চেয়েও পারিনি জানতে, আমি কি মানুষ?
নাকি আমি মনুষ্য অবয়বে সাজা কেবল ফানুস?
মগজে ঢুকিয়ে লোভ, হিংসা, আত্ম অহংকার
পেরেছি কি হতে মানুষ! ফিরেছে কি কভু হুশ?
এখনো তো দেখি, পাশে পরে অনাথ থাকে অনাহারে
পথে ঘাটে মাঠে অহংকার টা যায় দেখা নিজো ব্যবহারে।
বংশের দাপট ক্ষমতার মোহ রয়েছে প্রকট
তৃপ্তির হয় না পূরণ, দেয় জানান অপূর্ণতা বিকট।
পাশে বসতে নিচু বলে জাত এখনো করি হিংসে,
মনেমনে খুঁজি কে আছে কি আছে তার বংশে।
কোট টাই না পড়লে, কি করে জাতে উঠে মানুষ!
নাই জ্ঞান নয় ধনবান তা-ই তো ভাবি সে অমানুষ!
অন্যের দেখে চার চাকা গাড়ি সুন্দরী নারী ভারী
আমার কেন জ্বলে চোখ?বুকে কেন জাগে হাহাকার!
আমার কেন নেই কাঁড়ি কাড়ি?
আমি কেন পারি না ভুলতে, তৃপ্তির ঢেঁকুর তুলতে
মগজে কেন থাকে ঢুকে কুচিন্তা মদ্যপান?
মনে কেন জ্বলে সদা লালসার সলতে?
টাকা কড়ি, বাড়ি গাড়ি ক্ষমতার বাড়াবাড়ি
তাতে হয় না সত্যি মানুষ, শুধু পারি না কেন মানতে?
০৫/১১/২০২১.
ভারত।