লাল সবুজে দেখবো বলে পাহাড় নদী বৃক্ষ লতা
শিশির ভেজা দূর্বা ঘাসে
কেমন থাকে শান্ত স্নিগ্ধ কোমলতা!
যেই দিয়েছি পারি মাটিরাঙা খাগড়াছড়ি
মন মানে না, দেখি আর চলে না হস্ত ঘড়ি!
তোমার যদি ভাই থাকে কিছু খুব চেনা
যদি হয় গো স্বরণ!
বলো কিন্তু; দেখবো ভরে নয়ন।


কেমন করে ঝর্ণা ঝরে
কেমন করে লুকিয়ে মুখ পাহাড় ডাকে হাত-ছানিতে,
কেমন করে মায়ার মেঘে বুলায় পরশ
জড়ায় শরীর হিম ছড়িয়ে!
কেমন করে অচেনা-রে, করে বরণ ঐ প্রকৃতি
হৃদয় ভরায় ফুল পাখিতে!
চা বাগানের কচি পাতা সাথে;
যায় কি থাকা দূরে পাহাড়ি পথ আঁকাবাঁকা?
ভরা লেকের স্বচ্ছ জলে
চাইগো জানতে কে ভাসায় ঐ কাঠের নৌকা?


দেখবো আমি পাহাড়ি ভাই পাহাড় চূড়ায়,
কেমনে গড়ে ঘর বসতি?
কেমন করে পাহাড় তলে সূর্য ডুবে
কখন আসে রাত্রি বেলায় জুঁই জোনাকি?
যায় কি ভুলা আলুটিলা
গান শুনিয়ে কেনো ডাকে রিসাঙ ঝর্ণা?
আর যদি ভাই থাকে কিছু তোমার চেনা
যদি হয় গো স্বরণ!
তাও জানিয়ো; দেখবো ভরে নয়ন।


(মুক্তছন্দ)


২৬/০৮/২০২২
খাগড়াছড়ি।