বাপটা আমার ভীষণ কিপ্টা
দেয়না কিনে লাটাই,
শুনেছে কেউ মেলায় এসে
খালি রাখে হাত-টাই?


গুড় জিলেপি দিচ্ছে উঁকি
ভালোবাসি কদমা,
পাপড় পিঠা হাওয়াই মিঠা
চাইও রঙিন জামা!


আকাশ খোলা নাগর দোলা
উড়েও বাঁধা ঘোড়া!
হাতির উপর সওয়ার হয়ে
চাইও তীরটা ছোঁড়া।


খেলনা গাড়ি মাটির হাঁড়ি
বাঁশ বেতেরই ঝুড়ি,
পাটের দোলনা ঢোলের বাজনা
লাগেও টাকা কুড়ি।


কিনলে কেবল চটি যুগল
মনটা কি আর ভরে?
বোকা বাবার টাকার থলে
রাখা নাকি ঘরে!


০৭/১০/২০২২
চট্টগ্রাম।