সময় এখন মিথ্যেবাদীর
সত্য হলো নির্বোধ,
সুজনের বাস নির্জনে তাই
স্বপ্ন কুঁড়ে প্রবোধ।


যতোটা না নিজের লাগে
তার বেশি চাই ভোগে,
আলোটা তাই এড়ায় চোখে
মিথ্যেটা লই যোগে।


মনটা ব্যস্ত লোভের মোহে
বিত্ত খুঁজে চোখ,
মারিও ছুরি পরের বুকে
নিজের পেতে সুখ।


ছলে বলে লোক ঠকিয়ে
ঘুমায় শোকে বিবেক,
হাসিটা তাই লোক দেখানো
অন্ধ এখন আবেগ।


১২/১২/২০২২
ভেলোর, ভারত।