সময় এখন উল্টো চলার
সত্যে আছে বারণ,
নয়তো রাবণ নিজের মৃত্যুর
তুমিই হবে কারণ।


বাজিয়ে ঢোল নেতার প্রীতি
মন মতো গাও স্তুতি,
নয়তো মাথায় ভাঙবে লাঠি
নিজের নিভবে দুতি।


চাইলে গীবত গাইতে পারো
বাড়বে সুনাম খ্যাতি,
মিথ্যে এখন চলার সিঁড়ি
সত্য ছড়ায় ভীতি।


সত্য যদি মিথ্যে চেপে
খাবলে ধরে টুঁটি,
মানুষ তখন অধম প্রাণী
পাশ থেকে নেয় ছুটি।


লাভ কি বলো সত্য আঁকড়ে
যায় না পাওয়া খেতে,
দিন শেষে তাই সত্য মরে
মিথ্যে-টা যায় জিতে।


২৮/১২/২০২২
ভেলোর, ভারত।