যে ছেলেটা মিথ্যে বলে
সত্যি গেছে সরে,
মায়ায় ভরে আবার কেনো
চাইছো আপন করে?


সত্যি হলো মিথ্যে বলার
সেই ছেলেটা নেই,
আসবে না আর পিছন তোমার
নাচবে না আর ধেই!


যেথায় গেলে কেউ ফিরে না
প্রদীপ টা যায় নিভে,
কান্না হাসির ধার ধারে না
মেটেও চাওয়া ভবে।


মিথ্যেবাদীর মিথ্যা হলো
সত্যি বলে তোমায়,
শেষ দেখাটায় চায়নি ভিজুক
জলটা জমুক কোনায়।


১৯/০১/২০২৩
ভেলোর, ভারত।