এক ক্ষেপেতেই অর্ধকোটি,
বলিস কিরে ভাই!
শুধু কেবল রাখবি বেঁধে
মুখে মাখবো ছাই!


মুরগী আমি নিজেই দেবো
ঘরেই করবি লালন,
রক্ষক হয়ে ভক্ষণের ভোগ
সুখটা হবে পালন।


অতঃপর ভাগবাটোয়ারা
নেবো যখন পন,
আধা-আধি মাখামাখি
পরের কাঁড়বো ধন।


চুনোপুঁটি আম জনতা
গুনবে কেবল ক্ষন,
কখন মিলবে মুরগী খানা
দেখবে আস্তো ধন।


মিডিয়াতেও আসবে খবর
শত্রু করেছি জয়,
দেখবে না কেউ লঙ্গরখানা
শাসকের অভিনয়।


২৩/০৩/২০২৩
চট্টগ্রাম।