তোমাকে বলা হয়েছে, ডিউটি টা করো ঠিকঠাক
যা ইচ্ছা খাও কেবল ছাড়িয়ো না গন্ডি এদিক ওদিক টুকটাক,
আর তুমি! তোয়াক্কা না করে
দিনে ঘুমাও জেগে থেকে রাত্রে যাও সরাইখানায়,
ভাবো, বুঝে না কেউ তোমার হাবভাব?
তোমাকে বলা হয়েছে, ঝড় বৃষ্টি যাই হোক
সকাল বিকাল হাজিরাটা দিয়ো হাজিরার খাতায়,
আর তুমি! ফাঁকি দিয়ে ভাবো,
মালিক বড়ো বোকা উদাসীন
আর তোমার এমনি কাটবে সময়, এমনি যাবে চিরদিন।
বোকারা কি জানে কে আছে আসল ধোঁকায়?
অথচ, হিসাব কষে মাসে শেষে ঠিক হাজির হবে
জানাও আছে কোথায় যাওয়া লাগবে
কোথায় করতে হবে সাইন বেতনের কোন পাতায়!
অত্তো সোজা! বিনা পরিশ্রমেই জুটে মজুরি?


একবার ভাবো, খুব ভাবো!
প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহুর্ত যে তুমি কথা রাখো না
একবারও দাওনা সেজদা
সেই তুমি কি করে চাও,
শুনবে দৈববাণী উত্তম পুরস্কার মরার পর?
এই তো বেশি,
প্রতিদিন যে তুমি, জেগে উঠো ঘুমানোর পর!
ভাবো, একটু ভাবো ভাই আমার,
এতো কিছুর পরও মালিক তোমার রাগ করে না
বন্ধ করেনা শ্বাস উপরন্তু জোগায় তিনবেলা আহার!
এখনো চাও কাজ ছাড়া মজুরি?
এখনো হয় না কি মস্তক অবনত কৃতজ্ঞতায় তাঁহার?


০৯/০৬/২০২২
ঢাকা।