কয়লা কালো দেহের খনি
কৃষ্ণ কালো আঁখি,
সেই নিয়েছে কেঁড়ে এ মন
তোমার পরাণ পাখি।


বদ্ধ ঘরের দূয়ার খুলে
সেই দিয়েছে উঁকি,
হিসেব কষে নিয়েছে সব
কিচ্ছু রয়নি বাকি!


ফুলের মধ্যে পরাগ রেণু
যখন ছোঁয়ায় ঠোঁটে,
মৌমাছি কি আর রয় বসে!
সবটুকু নেয় লুটে।


হাসির ছলে আঁচলে মুখ
যতোই রাখো ঢেকে,
যায় তো দেখা মনের ও রং
তোমার হস্ত শাঁখে।


বুঝা তো যায় মনেরও রং
তোমার চোখের কোনে
আকাশ জুড়ে মেঘের ফুলে
কালো হলুদ নীলে।


০৩/০৭/২০২২
চট্টগ্রাম।