জান নিয়ে যে খেলছো তুমি
যুদ্ধ যুদ্ধ খেলা,
প্রাণ নিয়ে কি পারবে ফিরতে
বিধঁলে বুকে গোলা?


কাদার মধ্যে কাদা ছোঁড়া
হয়তো লাগে ভালো,
তাই বলে কি আলোর মাঝে
মানায় অমন কালো?


বীর পুরুষে গর্ত খুঁড়ে
যতোই করো আঘাত,
রক্ত কিন্তু তোমার গায়েও
যাত্রায় করে ব্যাঘাত।


বুকের মধ্যে পেলেপুষে
করলে কষ্টের লালন!
দুঃখ কিন্তু এমনি যেতো
করলে হিংসে বারণ!


ভালোবাসায় রাগ রেখো না
হাসির দেখো স্বপন,
ঠোকাঠুকি লাগতে পারে
কিছু করো গোপন।


ঈদের দিনে মন বাগানে
ভিজলে তুমি একা,
যায় কি পাওয়া মনেরও সুখ
মাঠটা রেখে ফাঁকা?


১৫/০৯/২০২২
চট্টগ্রাম।