পাপ কি কেবল কর্মেই জন্মে
হয়না কিছু মনে?
পাপ তো দেখি কটু কথায়
তোমার ঠোঁটের কোণে।


মিচকি হাসি দুয়ার সাঁটি
করলে বদ্ধ মন?
আমি দেখি কলম খোঁচায়
পাপে বিদ্ধ জীবন।


চাইলে ক্ষমা পাপের জমা
তুমি যাবে বেঁচে,
কিন্তু মনের! অকারণের?
যাবে কদ্দূর নেচে?


হিংসা বলো লোভটা বলো
অহংকারও পাপ,
থাকলে পথে শয়তান সাথে
ক্ষোভেও ছড়ায় তাপ।


২২/০১/২০২৩
ভেলোর, ভারত।