মন ভেঙে মননে হয়োনা তুমি মত্ত!
মদান্ধ তুমি পূন্যে হবে কি দেখা?
মকরসংক্রান্তিতে মকানে ধূঁয়ে মন পাথর
মৌলবি মওকায় দিয়োনা সুগন্ধি আতর।
মকদুমে মনে মনে হতে নেই মগড়া,
মচ্ছর তুমি বেশি নেচে হস্তীতে যাবে মারা।
মসজিদ মন্দিরে বানিয়ে মাজার মনগড়া
মকসুদ তোমার হবে মরুদ্দানে মরিচিকা,
মজলিসে তুমি পাবে না খোদার মদদ
মাশুল তুমি দিবেই হারবে মোকদ্দমা।
মা-মাটি মানুষে বাড়াও মায়া মমতা,
মনোরঞ্জনে থেকোনা সদা হয়োনা মরিয়া।
মঞ্চে মজুদ আছে রাখা মিষ্ট আঙুর,
মরদ তুমি মগজে খোলে শুধু দাও নজর।


-১২/০১/২০২১