আমার কবিতা যে তোমার লাগলো ভালো,
বলি, একটু বলবে? কোন জায়গাটা মনে তোমার ছড়ালো আলো?
তাহলে যে খুব লিখলে, "দারুন!, অপূর্ব!"
কিন্তু আমি তো দেখি উঠতে না উঠতেই কবিতায় আমার ডুবতে বসেছে সূর্য!
লিখলেই আধো বাংলা আর আধো ইংলিশ
মন্তব্যের পাতায় দেখি তোমরা বলো, "খুব হয়েছে ফিনিশ!"
ছন্দটা নাহয় বাদই দিলাম, কিন্তু বানান?
ওটা কি মশাই, গাধা আর গাঁদা একই! একটু তো জানান!
মন্তব্যটা কি ভাই, আমার মুখটা দেখেই করো?
নাকি সত্যি তুমি কবিতায় কবির ভাবটা বুকে চেপে ধরো?
শুধু অন্তমিলে কি আর কবির মুক্তি মিলে?
যুক্তিটাও তো থাকা চাই, সঙ্গে ফুর্তিটাও থাকলো দিলে।
একটু আধটু ভুল দিতেও তো পারো ধরিয়ে,
বন্ধু আমার, নাকি চাও মঞ্চে তুলে পায়ে শিকলটা দেবে পড়িয়ে?
যাই করো ভাই, এমনি এমনি আমার করো না সর্বনাশ!
ঠিক ঠাক মন্তব্যটা এখনই দিয়ো হজম হবে, পরে দিয়ো না বাঁশ।
০২/০১/২০২২.
চট্টগ্রাম।