মোড়ল বাড়ির মোড়ল দেখেছি,
দেয় না কখনো নিজ পুকুরে ডুব
নিজের বাড়ির পুকুরে নাকি এখন খরা; মরা গাঙ!
পাশের বাড়ির পুকুরের নাকি যৌবন
ভরা জোয়ারে ঢেউ; নাচে উথাল-পাতাল,
সেখানে নাকি ভাসে রুই কাতলা সন্ধ্যা সকাল।
যায় দেখা যায় ফর্সা মাছের নাক মুখ আর লম্বা নরম ঠোঁট!
তাই সুযোগ বুঝে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে পরের জলে,
কখন ভাসে মাছ কখন দেবে ডুব,
আহা! করবে শিকার মৎস্য একার;
হবে খাঁটি ভোগ চুপিচুপি নিশ্চুপ।


(রূপক কবিতা)
১৪/০১/২০২২
বরিশাল।