অসংখ্য বার দেখেছি আমি
অজান্তেই চোখ চলে যায় পরের গাছে পরের বাগান
নিজের গাছের কচি পাতা, বাড়ন্ত ডগা, আর সদ্য ফোটা কলি
এখন আর মন টানে না কৃষকের
তৃষ্ণা মেটায় না বাগান মালির!
মনেহয় রং জ্বলেছে ত্বকের তৃষ্ণা বাড়িয়েছে দিবাকর,
মনে হয় পরের গাছে প্রস্ফুটিত গোলাপ সাদা পাপড়ি
নিত্য বাড়ায় মায়া বড্ড বেশি সুন্দর
বড্ড বেশি মনোমুগ্ধকর!
অথচ আমার বাগানেও দেখেছি অচেনা সব মৌমাছি
ভনভন শব্দে চারপাশ ঘুরতে।
কতোটা ব্যাকুল তার সুঘ্রাণ পেতে!
মৌমাছিরা বোধহয় এমনি হয়; লোভী আর ব্যক্তিত্বহীন!


২৩/১০/২০২২
চট্টগ্রাম।