ঐ, ঐ, ঐযে প্রাচীর দেয়াল বেড়া
মাথা উঁচু করে দিচ্ছে উঁকি
দিচ্ছে জানান স্মৃতির মিনার
আমি তোর মুখের ভাষা নিত্য চারণভূমি।


ঝড়ো হাওয়ায় উড়ে ঘুড়ি সঙ্গে সুতো
লাটাই হাতে হচ্ছি যখন স্ফীত,
দেখিয়ে বুলেট শূন্য পকেট
হা হা হাসি-য় শত্রু হাসে করে প্রকম্পিত।


জানে না হায়েনা এরাঁও নব্য জোয়ান
এরাঁও হাসে রক্তে ভাসায় মাটি,
মা-কে কি আর যায়রে ভুলা গাধা?
অ আ মুখের বাণী হয় কি করে শত্রু ঘাঁটি!
০২/০২/২০২২
ঢাকা।
ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম নিবেদন।