বীর যে পতি ছড়ায় ভীতি
     পরের কাটে ধড়,
যে নামের'পর বিশ্ব কাঁপে
    ভূলায় আপন পর।


যার ধমকেই বাঘে মহিষ
     খায় ঘাটেতে জল,
তাঁর ছোঁয়াতেই রাজা প্রজা
     পায় মাটিতে বল।


সেই সে বীরে দুঃখ ভারে
     পায় সে ঘরে ডর,
ঘরের মাঝে বিড়াল সাজে
     নামটা প্রাণীর বর।


২৭/০১/২০২৩
ভেলোর, ভারত।


কবিতাটি সম্মানিত কবি, এম,এ, সালাম (সুর ও ছন্দের কবি) কে উৎসর্গ করা। উনার আজকের কবিতা পড়ে, মন্তব্য করতে গিয়ে লেখা।