তোমায় কে করেছে মানা?
দাও না গিয়ে তাল,
আসল কথা নাচার ছলে
শ্যামার ছুঁবে গাল!


অবুঝ তো নই সব-ই বুঝি
চাইছো নতুন ডাল,
যেথায় বসে আড় চোখে ঐ
আমার তুলবে ছাল।


দেখো দেখো, প্যাঁচার মুখের
কি করেছে হাল?
তা বেশ যাওনা, ধরো তারে
দাও গে নাচে তাল।


নাচতে গিয়ে ভাঙলে দু'পা
কাটেও যদি গাল,
খবরদার ঐ উঠোন বাঁকার
আর দিয়ো না ঢাল!


সবাই জানে ও পাড়ার ঐ
নাচন বুড়ির জাল,
জাল গুটিয়ে জলের মাছে
কি করে সে হাল!


১৭/০৩/০২০২৩
ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে।