নেমন্তন্ন দিয়ে রেখেছো দাঁড়িয়ে!
এখন কি আবার সব গেলে ভূলে?
নাকি হচ্ছে দেরি খুঁজছো থালা খুব
ভাবছো দিবে পূজো? তুমি বরং একাই এসো চলে।


সেই কখন গেছে সূর্য পশ্চিমে হেলে
আলো হটিয়ে আধার নামলো বলে,
আর তুমি নিচ্ছো না খোঁজ কেমন করে!
নাকি করছো হেলা আমায় তোমার আপন বলে?


তুমি হাসিমুখে বরণ করে নেবে তাই
কখন থেকে দাঁড়িয়ে তোমার দুয়ারে,
আজ হলোটা কি নাকি পরছো ঢলে
ভূলে সব রাজ পালঙ্কে গভীর ঘুমের ঘোরে?


নিদ্রা বোধহয় হয়নি কাল শাস্ত্রমতে
অন্ধকারে অনর্থক আমি পুষ্প হাতে,
তবুও অপেক্ষায় দাঁড়িয়ে খুব নিকটে,
ফিরবো না, শেষে যদি না পারি ভূল ভাঙাতে?


দুয়ারে মেহমানে করাতে নেই অপেক্ষা
তাতে বাড়ে দুর্ভোগ সাথে অনার্য শংকা,
তাই বলি আমায় তুলো ঘরে নেই ভয়
ঘরে যা আছে তাই দিয়ো, হোক শুকনো লঙ্কা।


ভাবছি ফুল গুলো সব শুকালো বলে
ভাসাবো জলে ভেবে প্রেমের অর্ঘ্য,
কে তুমি জানতে যদি সব দিতে জলাঞ্জলি
তুমি আমার ধরার মাঝে বুকের ভিতর সুখের স্বর্গ।


-১১/০২/২০২১
চট্টগ্রাম, বাংলাদেশ।