কবির হস্তে কোদাল কাস্তে
কৃষক ধরে কলম,
আজকে তাঁরা উল্টে পাল্টে
করবে পরের করম।


কৃষক লিখলো সূর্য ছাড়াই
কাব্য এখন গরম,
মাঠের কাজ-টাই সহজ বেশি
শিক্ষা পেলাম চরম।


হাত-পা কেটে রৌদ্রে পুড়ে
কবির শিক্ষা পরম,
ধান ফলানোই কঠিন না-কি
নিজ কর্মটাই ধরম।


২৪/০৪/২০২৩
ময়মনসিংহ।