রোদ ঝলমলে রঙিন আলো
দেখবি উড়ে সব ফুলের পাপড়ি,
ফিরলে পিছন দেখতে পেতি
আঁধার ভরা তোর প্রেমের খুপরি।


চাঁদটা এনে খোঁপায় গেঁথে
যে বলে সুখ কিনবে তা স্বর্নে,
নিশ্চিত ধোঁকা মিথ্যে কথা
পালাবে পথ কণ্টকাকীর্ণে।


প্রেম প্রেম বলে নম্র ভদ্র
যে প্রেমিক জ্বলে প্রেম বিরহে,
দেখিস "ও" ছেলে প্রেম বুঝে না
তোকে চায় তোর ঐ বাহির মোহে।


নিখাঁদ প্রেমে কষ্ট থাকে
দূরেই হয় সে পথের সীমানা,
দুখ সয়ে প্রেম তবেই মিলে
এমনি কভু কেউ কিচ্ছু পায় না!


০১/১০/২০২২
ময়মনসিংহ।