হেঁটেছি সরুপথ দূর্বা কোমল সবুজ প্রান্তর
নাহি ভয় নাহি পালোয়ান সঙ্গী বিস্তর।
মাথার উপরে ছাদ নয় রহিছে নীল গগন,
সবুজ বৃক্ষে রাখিছে ঢাকিয়া বইছে শান্ত ধীর পবন।
দুষ্ট ছেলেতে নেই কোলাহল মাতামাতি
নিস্তব্ধতায় বনমধ্যে আজো নামে রাতি।
শুধু যায় শোনা দোয়েল কোয়েল কণ্ঠে কুজন,
প্রভাতে ভাঙে নিদ্রা দেখিয়া ময়ূর নির্জন।
সবুজ ঘাসে কৃষ্ণচূড়া বিছায়াছে লাল চাদর,
তাহার মাঝে শশঙ্ক বসিয়া চাহিছে আদর।
লম্বা সরু বৈলাম চাহিছে ছুঁইতে গগন,
তরু লতা তায় বাহিয়া গায় করিছে বারণ।
ভেদ করিয়া ঝোপ নিচ্ছে খবর সূর্য কিরণ,
বন্ধুতে বন্ধুতে দোস্তি ইহাই আসল কারণ।
হাওয়া সেথায় মিলায় স্কন্ধে স্কন্ধে
দোলায় শির নিজ আনন্দে ছন্দে ছন্দে।
মাঝে মাঝে বাড়ায় হস্ত ঘন কালো মেঘপুঞ্জ
ঝড়ায় বৃষ্টি বাহিয়া পড়ে শাল বিহারের নিকুঞ্জ।
০১/১২/২০২০