নিশ্চয়ই মৃত্যু তোমার অতি সন্নিকটে
আইসিইউ এর কাঁচের দেয়াল, বদ্ধ ঘর
ধরবে যখন চেপে টুটি শক্ত চোয়াল
তোমার বোন, বোনের স্বামী পুত্র কন্যা কেউ না!
কেউ পারবে না করতে প্রতিহত
মানবে হার তোমার তেজে ভরা ফর্সা দেহ উঁচু শির তোমার সিংহাসন অপ্রতুল রাজ ক্ষমতা
পারবে না! পারে কি? করেছো খেয়াল?
সে তুমি যতোই হও রাজা সমাজপতি গভীর জলের মাছ
আর তথাকথিত রাঘব বোয়াল।
তোমার দাম্ভিক হস্ত ক্রীড়াবিদ মস্তিষ্ক
এক নিমিষেই হবে নিস্তেজ নিঃফলা অন্ধ পরাজিত
কন্ঠ হবে স্তব্ধ বোবাকালা
কেবল কয়েক টুকরো কাপড় তোমার হবে শেষ সম্বল
ভেবে দেখো, আজ না হয় কাল
নিশ্চয়ই মৃত্যু তোমার অতি সন্নিকটে।


অক্টোবর, ২০২২।