অগ্রে যে গায়, নিয়ম ভাঙার গান
অন্যায়ে ঢাল, ধরে হয় সোচ্চার
ঝরায় রক্ত, যদি হয় জয়ী
তবে সে বীর, মুকুট ধরিত্রীর।
আর যদি হয়, পরাজিত নিষ্ফল
দেশোদ্রোহী, তবে সে গাদ্দার
করে ভস্ম, ফেলা অবজ্ঞার।


যদি চাষা, ভালোবাসে রত্ন
দিয়ে মন প্রাণ, প্রেমে রয় মত্ত
ভাবে সবাই, বদ্ধ উন্মাদ মাতাল,
তবে যদি, তপস্যায় মেলে ধন
রাজকন্যা আর, রাজত্ব অমন;
লোকে ভাবে, ভাগ্য কি ব্যাটার!
রাস্তার ফকির, লভে রাজ কপাল!


শুনো নবীন, লক্ষ্যে হও সুস্থির
চেতনায় লও, গাও রণ সঙ্গিত
শুধিয়ো ভুল, পিছন আলোচনা
হয়ো বধির, সকলে নেই দেনা
দূরে নয় ক্ষণ, পৃথিবী যখন
কপালে তোর, ছুঁয়াবে কপাল।


২৬/০৫/২০২২
চট্টগ্রাম।