বাপ-মা ভাই, পেয়ারে স্ত্রী পুত্র-কন্যা দুধমাতা দাঈ,
কেউ নয় এরা, অন্য জন
যাকে ভালোবাসে না দেখে তামাম দুনিয়া
যতোটা না বাসে নিজেকে, নিজের জীবন!
তাঁকে ভালবেসে পুড়তে যদি হয় অগ্নিকুণ্ডে, হতে হয় ছাই,
তৃপ্তিতে দেবে প্রাণ, হোক না কোরবান ক্ষুদ্র জীবনটাই।
তিনি হলেন শান্তির দূত বিশ্ব নবী দিল মহব্বত
মুসলমানে নয়নমণি রসূল মোদের হযরত মোহাম্মদ (সাঃ)।


আর আসে যদি আঘাত তাঁরই শানে
উঠে না কি কেঁপে আরশ! উঁচু ঐ সাত তলা আসমান?
গোটা বিশ্ব হয় উত্তাল ইমান-ই দীপ্তে গর্জে উঠে মুসলমান
আমিও তো নই নমরুদ ফেরাউন বদ ইনসান;
রসূলে অশ্রদ্ধা অপমান, রইবো বসে?
আমার বুকেও বিঁধে তীর আমারও হয় রক্ত ক্ষরণ
দীপ্ত কন্ঠে আমিও তুলবো আওয়াজ প্রতিবাদে সোচ্চার।


হাশরের ময়দানে "ইয়া উম্মতি, ইয়া উম্মতি" বলে যে নবী
আমার জন্যে হবেন পেরেশান
তৃষ্ণার্থ দেখে হাউজে কাওসারের পানি ঢেলে
যে নবী নিজ হাতে উম্মতে করাবেন পান,
তাঁর-ই অমর্যাদা! তাঁরে-ই অপমান?
শুনে রাখ হে নরাধম পাপী
তোর দমনে আমার হাতেও উঠবে ঝান্ডা লাল নিশান,
আমিও চালাবো তলোয়ার ছুঁড়বো কামান,
তুই তো তুচ্ছ,
গোটা পৃথিবীও যদি দেয় বাঁধা যদি তুলে বাঁধার দেয়াল
পারবে না হটাতে এ যুদ্ধেও শয়তান
মুসলমানে নবীর সম্মান, তাতে একটুও হবে না ম্লান।


০৮/০৬/২০২২
চট্টগ্রাম।