দেখছো সমাজ ডুবছে আজি, নৈতিকতার ক্ষয়ে
  তোমরা সাধু রইলে বসে, মিথ্যে মরার ভয়ে!
   জানলা খুলে বকতে প্রলাপ, উচ্চ উচ্চ স্বরে
"ডুবলো মাঝি ডুবলো তরী, ডুবলো নৌকা ওরে!"
কে তোরা ঐ দিনের আলো, আছিস বসে তীরে
  একটু ওরে হাত টা বাড়া, আবার দাঁড়া ঘুরে।
নয়তো নাবিক মশাল বিনে, সত্যি যাবে হারায়,
  জল যে ওদের নিচ্ছে টেনে, বদ্ধ গহীন গুহায়।
  পথিক এখন পথ চিনে না, মৃত্যুকে লয় টেনে,
   দূরেই রাখে সত্য কে সে, নৈতিকতা হীনে!


২৬/০২/২০২৩
চট্টগ্রাম।