-             কি ভাবছো এতো!
              যাবেনা দূর গায়ে?
              নৌকা আছে ঘাটে
              দেখো।। একটু বায়ে।


ভাবছো নৌকার বেহাল দশা,
ভেঙে চুরে কখন উঠে পানি!
ভয় নেই, সাথে আছি আমি
আমি সাঁতার ভালো জানি।


              ডুববে না তুমি,
              ঠিক তুলবো টেনে,
              কাঁধে রেখো হাত
              সুখ যাবে চিনে।


খুঁজছো বৈঠা হাতে অন্য কেউ!
কোথায় মাঝি চালাবে কে নাও!
মাঝি আমি তোমার সখা সই
দেখি ঘাম তোমার নাকে তাও!


              অযথা ভয়ে পাথর
              কেন হবেই কাতর?
              পেলে সুখের গন্ধ
              মানবে গায়ে আতর।


তাই বলছি, ফেলো ছুঁড়ে শংকা
কাপড় গুটিয়ে ফেলো পা নায়,
আমি তো আছি তোমার কাছে
তবে কিসের ভয় কিসের সংশয়!
২১/০১/২০২১
পুনে, ভারত।
(রুপক কবিতা।)