বৈশাখি ঝড়ে কত আর নড়ে শুকনো গাছের ডাল?
দামালহাওয়া কত আর উড়ায় বল ছোট্ট মনের পাল?
ভবঘুরে বৃষ্টিতে ভিজে দেহটা যায় চুপসে নেতিয়ে
বছর বছর জমা জল অলক্ষে নৌকাটাই দেয় ভুলিয়ে।


তোমার জন্যে ঘাটেই ছিলো বাধা নৌকাটা আমার
এখন তাতে শ্যাওলা জমে হয়েছে কীটের ভাগাড়,
পোকায় খাওয়া কাঠের বৈঠায় কেউ রাখে না হাত
অপেক্ষায় আর কত থাকা যায়! চির ধরায় অজুহাত।


ছেঁড়া পালে আর দিয়ে কি হবে বল দমকা হাওয়া?
মাঝি আর পায়না সাহস বসতে তাতে চায়না দাওয়া,
প্রতীক্ষার নাও তলা ফুটে ভেঙে চৌচির খানখান
অতীত এখন ভাটিয়ালি সুর মিছেই পেতেছো কান।


জীবন যৌবন সব হারিয়ে নৌকা আমার মৃতপ্রায়
তোমার জন্যে আজো আছে বসে শুধু বিবর্ণ দায়,
আজ যদি রাখো পা, পায় তোমার দুই চরণ ধুলো
দেখো ভেবে আসে কি কাজে গৃহস্থে ভাঙা কুলো?


১৩/০৩/২০২১
খুলশি, চট্টগ্রাম।