যদি আবেদন তোমার দরবারে ঐ মহান স্রষ্টার
বারবার হয় প্রত্যাক্ষিত হয় নিষ্ফল,
যদি মধ্যরাতের গোপনে চাওয়া ক্ষমা
না দেখে সফলতা হয় আলোহীন বিফল,
যদি মোনাজাতে ঝরা চোখের অশ্রু
দিনের পর দিন চোখেই শুকায়,
যদি অপূর্ণ-ই থাকে সকল চাওয়া অধরাই সুখের নাগাল,
যদি রহমতের সকল দরজা বন্ধই থাকে
যদি আরশে আজীম থেকে দ্রুতই না আসে রহমতের ফয়সালা,
দৈর্য্য হারা হয়ো না হে আমার মুমিন ভাই,
হাল ছেড়ে না তুমি, হে এক স্রষ্টার বিশ্বাসী,
নিশ্চয়ই আলো আসবে।
নিশ্চয়ই মধুর হয় দৈর্য্য,
রাত গভীর হলেই ভোর আসে, উদিত হয় সূর্য।
একটু একটু কষ্টেই তো জমে ভবিষ্যতের সঞ্চয় !
তবেই তে হওয়া যায় উত্তরাধিকারী!
জেনে রাখো হে ভ্রাতা, আল্লাহ-ই শ্রেষ্ট, সকল ক্ষমতা তাঁরই,
আর তিনিই উত্তম পরিকল্পনাকারী!
তুমি শুধু সবুর করো,
নিশ্চয়ই তিনি দিবেন আর এতো দিবেন যে
তুমি খুশি হয়ে যাবে,
আমাদের রব বড়োই দয়ালু
আর নিশ্চয়ই বিচারকদের মধ্যে শ্রেষ্ট বিচারক।


৩১/০৫/২০২২
চট্টগ্রাম।