যে জন মাপে চলার দেয়াল
বললে কথা শুনেও আড়াল,
দোষ খুঁজে যে বায় তরণী
সে জন তোমার ঐ ঘরণী।


গেলে বা'য়ে যে জন জানে
ডানের জ্ঞানও ঢালে কানে,
যার আছে জ্ঞান সর্বজ্ঞানী
সে জন তোমার ঐ ঘরণী।


উঠতে বসতে সন্দেহের বিষ
যে জন ঢালে এই অহর্নিশ,
তাঁর ব্যথাতেই চক্ষু খানি
ভিজে কেনো আমার ছানি!


০১/০৫/২০২৩
চট্টগ্রাম।